বৃহস্পতিবার, ৫ জুন, ২০১৪

গৌরীপুরে নির্মিত হচ্ছে দেশের অনন্য স্থাপনা বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার মুরাল


সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রীর  পরিকল্পনা 
ও অর্থায়নে 
কমল সরকার.গৌরীপুরঃ
ময়মনসিংহের গৌরীপুরে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ ক্যাপ্টেন (অবঃ) মজিবুর রহমান ফকির এম,পি’র নিজ উদ্যোগ পরিকল্পনা ও নিজ অর্থায়নে  নির্মিত হচ্ছে দেশের অনন্য স্থাপনা বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার নজর কাড়া মুরাল। উপজেলা শহরের মধ্যেখানে জমিদার আমলের পামবীথি সড়কের জোড়া পুকুর পাড়ে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ বিজয়-৭১ সংলগ্ন  স্থানের ৮শ স্কয়ার ফুট এলাকা জুড়ে প্রায় ৮ মাস ধরে চলছে বঙ্গবন্ধুসহ জাতীয়  ৪ নেতার মুরাল স্থাপনের কাজ। ইতোমধ্যে নির্মানের ৯০ ভাগ কাজ সম্পন্ন হয়ে গেছে। বাকী  রয়েছে শুধু  পোলিশ,ধোয়া-মুছা আর লাইট ফিটিং। পিতলের তৈরী চকচকে সোনালী রং করা মুজিব নগর সরকারের ভারপ্রাপ্ত অস্থায়ী রাষ্ট্রপতি  সৈয়দ নজরম্নল ইসলাম, প্রধান মন্ত্রী তাজ উদ্দিন আহাম্মদ, স্বরাষ্ট্র মন্ত্রী এইচ এম কামরুজ্জামান, ও অর্থ মন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলীর মুরালের মাঝখানে একটু বড় আদলে বসানো হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  দৃষ্টিনন্দন মুরালমুরালের পিছনের দেয়াল পিতলের পাত দিয়ে বাঁধানোসহ মুর বেদীর ধাপ গুলো পিতল পাতে মোড়ানো হয়েছে।  তা ছাড়া মুল বেদীতে উঠার সিড়ি গুলো কার্নিস পিতল পাত দিয়ে মুড়িয়ে বাঁধানো হয়েছে সোনালী রংয়ের দামী টাইলসে। ৪ ফুট কংক্রিটের পিলার করে তাতে কারুকাজ মন্ডিত ষ্টীলের গ্রীল  দিয়ে  তৈরী করা হয়েছে চার পাশের প্রাচীর। মুরালের সন্মুখের কংক্রিট মেঝে রঙিন লতা-ফুল-গুল্ম  অংকিত করে মৃসন মোজাইক  করা হয়েছে। দর্শনার্থীদের  যাতায়াতের জন্য বাম পাশ ও মুরালের সন্মুখের প্রাচীরে রাখা হয়েছে স্টীলের নকশী করা দুটি টানা গ্রীল গেট। ২০ ফুটের  ৪টি ও ৪ ফুটের ১০টি কংক্রিটের পিলারের উপর বসানো হয়েছে সুদৃশ্য সোনালী বক্সের মাঝে ইলেকট্রিক লাইট। রাতে জরুরী বিদ্যুতের জন্য স্থাপন করা হয়েছে  সৌর বিদ্যুত প্ল্যান্ট । তাছাড়া ৫ নেতার মুরালের ডান পাশে রয়েছে মুক্তিযুদ্ধের সাত বীরশ্রেষ্ট’র পাথরে খোদাই করা যৌথ ভাস্কর্য। এ ছাড়াও  নির্মানকারীরা মুরালের সৌন্দর্য বৃদ্ধির জন্য আরো নতুন নতুন বিষয় বস্ত্ত সংযোজনের চিন্তা-ভাবনা করছেন। তাই অবকাঠামো নির্মান ও মুরাল স্থাপন শেষে এখন চলছে  শুধু সৌন্দর্য বর্ধনের কাজ। মুরাল নির্মান কাজ সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য একটি প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। এর পরও  ডাঃ ক্যাপ্টেন (অবঃ) মজিবুর রহমান ফকির এমপি নিজে প্রতিদিন নির্মান কাজের তদারকি করে  যাচ্ছেন। মুরাল নির্মান  বাস্তবায়ন কমিটির সভাপতি গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক ম. নুরুল ইসলাম, ও সদস্য সোমনাথ সাহা জানিয়েছেন, সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ ক্যাপ্টেন (অবঃ) মজিবুর রহমান ফকির এম,পি’র নিজ পরিকল্পনা ও অর্থায়নে এই দৃষ্টিকাড়া স্থাপনাটি নির্মিত  হচ্ছে।  জানা গেছে,মুরালটি স্থানে ব্যয় হবে প্রায় ২ কোটি টাকা। এ ক্ষেত্রে সমগ্র দেশের  মাঝে অনন্য স্থাপনা হিসেবে এ মুরালটি দেশী-বিদেশী পর্যটকদের আকৃষ্ট করবে এ কথাটি নিঃসন্দেহে  বলা যায়। আগামী আগষ্ট মাসে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এ মুরালটি  উদ্বোধন করবেন বলে উদ্দ্যোক্তা আশা পোষন করছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন