মঙ্গলবার, ৩ জুন, ২০১৪

গৌরীপুরে পৌর ছাত্রলীগের কমিটি গঠন



 কমল সরকার,গৌরীপুর  ।।
ময়মনসিংহের গৌরীপুরের পৌর ছাত্রলীগের পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকরাম হোসেন খান মামুন ও সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন খান স্বাক্ষরিত কমিটিতে উত্তম কুমার সরকারকে সভাপতি, মোঃ উমর ফারুককে সাধারন সম্পাদক,শাহিনুর রহমান শাহিনকে সাংগঠনিক সম্পাদক,মোঃ রিপনকে প্রচার সম্পাদক  ও হাইয়ূল ইসলামকে দপ্তর সম্পাদক  করা হয়। তার মাঝে  জনকে সহ-সভাপতি,৩ জন যুগ্ম-সম্পাদক ও ২ জনকে সহ-সাংগঠনিক করে  ৪২ সদস্য বিশিষ্ট কমিটি’র অনুমোদন দেয়া হয়েছে।




গৌরীপুরে ওসির বিদায় অনুষ্টান
ময়মনসিংহের গৌরীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলামকে বিদায়  সংবর্ধনা  দেয়া হয়েছে। (২ জুন) সোমবার দুপুরে থানা অডিটরিয়ামে  আয়োজিত ওসির বিদায় অনুষ্টানে সহকারী পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) সালাউদ্দিনের সভাপতিত্বে এস আই আমিনুর রহমানের উপস্থাপনায় বক্তব্য রাখেন ওসি (তদন্ত) খলিলুর রহমান,এস আই তাজ উদ্দিন,আলমগীর হোসেন,এ এস আই হারম্নন উর রশিদ প্রমুখ। আলোচনা সভা শেষে নবযোগদানকারী ওসি মোহাম্মদ আলী শেখকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া হয়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন