কমল সরকার,গৌরীপুরঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বর্ষীয়ান আওয়ামী রাজনীতিবিদ, আজীবন বঙ্গবন্ধু সৈনিক, ময়মনসিংহের উত্তর জনপদের ভাষা আন্দোলনের অন্যতম বীর সেনানী, মুক্তিযুদ্ধের সংগঠক, গৌরীপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডাঃ এম এ সোবহানের ৩য় মৃত্যুবাষিকী
(৩জুন) মঙ্গলবার বিভিন্ন অনুষ্টানের মধ্য দিয়ে পালন করা হয়েছে। এ উপলক্ষে
স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ ও আওয়ামী লীগের উদ্যোগে মরহুমের কবর জিয়ারত, কোরআনখানি,
মিলাদ-দোয়া মাহফিল ,আলোচনা সভা ও
দরিদ্র ভোজের আয়োজন করাসহ পরিবারের পক্ষ
থেকেও নানান কর্মসূচী গ্রহন করা হয়েছে বলে মরহুমের ছোট ছেলে সাদেকুর রহমান সেলিম এ
প্রতিনিধিকে জানিয়েছেন।
ডাঃ সোবহান বায়ান্নের ভাষা আন্দোলন,
উনসত্তরের গনঅভ্যুত্থান, সত্তরের নির্বাচন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ, নববই এর সৈরাচার বিরোধী আন্দোলনসহ দলের পক্ষে
বিভিন্ন আন্দোলনে অগ্রনী ভুমিকা রেখেছেন।
তাছাড়া ভাষা আন্দোলন ও জীবদ্দশায় আওয়ামী
রাজনীতির কারনে তিনি বেশ কয়েকবার কারাভোগ করেন। উপজেলা আওয়ামী লীগের
সভাপতি হিসেবে তিনি অত্যমত্ম নিষ্ঠার সাথে দায়িত্ব পালনসহ মৃত্যুর কিছুদিন আগেও তিনি মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডারের
দায়িত্ব পালন করেছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন