কমল সরকার,গৌরীপুরঃ
ময়মনসিংহ মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ফরিদ উদ্দিন আহম্মেদকে
লাঞ্ছিতের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির
দাবিতে বুধবার গৌরীপুরের সাবেক ও বর্তমান ছাত্রলীগের নেতৃবৃন্দ বিক্ষোভ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে
প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার
মাধ্যমে দেয়া স্মারকলিপি গ্রহণ করেন সিএ আবদুছ ছালাম। শিক্ষক লাঞ্ছিতের ঘটনায়
জড়িতরা প্রকাশ্যে ঘুরলেও পুলিশ তাদের ধরছে
না বলে এসময় আন্দোলনকারীরা অভিযোগ করেন।
স্মারকলিপিতে স্বাক্ষর করেছে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফরিদ আহাম্মদ
মামুন, মোখলেছুর রহমান বাবুল, শরফুল ইসলাম, ছাত্রলীগ নেতা আবুল কালাম আজাদ, সাবেক
সভাপতি সাদেকুর রহমান সেলিম, সাবেক ভিপি মাহবুবুর রহমান শাহীন, সাবেক আহবায়ক কামাল
হোসেন, যুগ্মআহবায়ক আরিফুল ইসলাম জনি, সৈকত আল আমিন, আশরাফুল হক, একেএম আবুল
কাসেম, মাসুদুর রহমান শুভ্র, প্রদীপ
বাগচি, আল ফারুক,
আবদুর রউফ মোস্তাকিম, সাঈদ আহম্মদ হারুন,
এদিকে উমর ফারুক,
উত্তম কুমার সরকার, সিদ্দিকুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ।
এদিকে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির এমপির
উন্নয়নমূলক কর্মকান্ডের নামফলক কালি দিয়ে মুছে দিয়েছে কে বা কারা। গৌরীপুর উপজেলায়
৫০ শয্যার হাসপাতালের ভিত্তিপ্রস্তর, গৌরীপুর প্রেসক্লাবের বর্ধিত নতুন ভবনের
উদ্বোধনের নাম ফলক,জাগরণী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাতৃসদন হাসপাতাল, বিদ্যুৎ
উপকেন্দ্রের উদ্বোধনসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের নামফলক কে বা কারা রাতের
আধারে কালি দিয়ে মুছে দিয়েছে। এ ব্যাপারে হাসপাতালের ইউএইচও
ডা. চন্দন চক্রবর্তী গৌরীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বলে জানা গেছে।
ছাত্রলীগ নেতৃবৃন্দের স্বারক লিপি পেশের দৃশ্য
ছাত্রলীগ নেতৃবৃন্দের স্বারক লিপি পেশের দৃশ্য
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন