বৃহস্পতিবার, ২৬ জুন, ২০১৪

গৌরীপুরে মাদক বিরোধী সমাবেশ



কমল সরকার,গৌরীপুরঃ
ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা প্রশাসন, সান ও যুগান্তর স্বজন সমাবেশের যৌথ উদ্যোগে মাদকদ্রব্যের অপব্যবহার অবৈধ পাচার বিরোধী আমত্মর্জাতিক দিবস উপলক্ষে মাদক বিরোধী সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্টিত হয়। স্বজন উপদেষ্টা মোঃ রইছ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউএনও দূর-রে-শাহওয়াজ, সহাকারি কমিশনার (ভূমি) মোঃ মাসুম আলী বেগ, ইউপি চেয়ারম্যান আব্দুল হাই, নূরমোহাম্মদ কালন, উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান সিরাজ, সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা হাছিনা জামান, সিনিয়র দারিদ্র বিমোচন কর্মকর্তা ফৌজিয়া বেগম, সানের চেয়ারম্যান এইচএম খায়রম্নল বাসার, গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সদস্য সচিব মোঃ মজিবুর রহমান ফকির, সতিশা যুব ও কিশোর সংঘের সভাপতি অলি উল্লাহ, স্বজন সমাবেশের উপদেষ্টা মোঃ মজিবুর রহমান, যুগ্ম সম্পাদক প্রধান শিক্ষক আব্দুল মান্নান প্রমুখ। এছাড়াও সানের সহযোগিতায় যুগান্তর স্বজন সমাবেশ বাসস্ট্যান্ড, রেলওয়ে জংশন ও ইউনিয়নের হাটবাজার, গুরুত্বপূর্ণ স্থানে সপ্তাহব্যাপি পথসভা ও নাট্যানুষ্ঠানের আয়োজন করেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন