শুক্রবার, ২৭ জুন, ২০১৪

গৌরীপুরে সিভিলে আসামী ধরতে গিয়ে পুলিশ বিপাকে



কমল সরকার,গৌরীপুর ।।
ময়মনসিংহের গৌরীপুরে বুধবার সন্ধ্যায় সিভিল পোশাকে আসামী ধরতে গিয়ে সন্ত্রাসী ভেবে জনগনের আটকের মুখে পড়ে ২ পুলিশ কর্মকর্তা ও ৩ কনেষ্টবল। এ ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিনের হিম্মতনগর গ্রামে। প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যায় উল্লেখিত ইউনিয়নের হিম্মত নগর বাজারে গৌরীপুর থানার এস আই তাজউদ্দিন ও এ এস আই চন্দন সিভিল পোশাকে মামলার বাদীকে সংগে নিয়ে  আসামী  মৃত মিয়া বক্সের ছেলে মোঃ মতিউর রহমানকে আটক করে।  এ সময় মতিউর রহমানের ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে এসে সন্ত্রাসী মনে করে ২ পুলিশ কর্মকর্তাসহ অপরাপর ৩ পুলিশ কনেষ্টবলকে আটক করে আসামী মতিউর রহমানকে ছিনিয়ে নেয়। আটককৃতরা নিজেদের পুলিশ পরিচয় দিলেও সুস্পষ্ট কোন মামলা ও গ্রেফতারী পরোওয়ানার কোন কাগজ দেখাতে পারেনি তারা। পরে এলাকাবাসী ইউপি চেয়ারম্যান হযরত আলীর সুপারিশে তাদের ছেড়ে দেয়। 
এ ব্যাপারে আসামী মতিউর রহমানের সাথে কথা বলেলে তিনি জানান ঘটনার দিন সন্ধ্যায় রাম দা নিয়ে কয়েক জন সন্ত্রাসী আমায় আটক করলে আমার চিৎকারে এলাকাবাসী দৌড়ে এসে তাদের আটক করে। আটক কৃতরা নিজেদের পুলিশ বলে পরিচয় দিয়ে আমার নামে থানায় নিয়মিত মামলা আছে বলে জানায়। তবে  গ্রেফতারী পরোয়ানা দেখাতে চাইলে তারা কোন কাগজপত্রদি দেখাতে পারেনি। ১ ঘন্টা পর সংশিস্নষ্ট ইউপি চেয়ারম্যান হযরত আলী ঘটনাস্থলে এসে আটককৃত ২ পুলিশ কর্মকর্তাকে সেখান থেকে উদ্ধার করে । ঘটনার শিকার এস আই তাজউদ্দিনের সাথে কথা বললে তিনি বলেন গৌরীপুর থানায় দায়েরকৃত  বাদী মাহমুদা আক্তারের মামলার আসামী ধরতে ওই এলাকায় গিয়েছিলাম কিন্তু আমাদের সাথে কোন লোক বা রাম দা ছিলনা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন