শুক্রবার, ২৭ জুন, ২০১৪

গৌরীপুর উপজেলা আ’ লীগের সভাপতি পদ থেকে ডাঃ ক্যাপ্টেন (অবঃ) মুজিব এমপিকে অব্যাহতি



কমল সরকার,গৌরীপুর ।।
সাবেক উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও মমিনুন্নিসা মহিলা অনার্স কলেজের ইসলামি ইতিহাসের সহযোগী অধ্যাপক ফরিদ উদ্দিন আহাম্মদকে দিগম্বর করার ঘটনায় ময়মনসিংহ-৩ আসনের (গৌরীপুরের) সংসদ সদস্য সাবেক স্বাস্থ্য প্রতি মন্ত্রী ডাঃ ক্যাপ্টেন (অব) মজিবুর রহমান ফকিরকে উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদ থেকে অব্যহতি দেয়া হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধুভূষণ দাসের বরাত দিয়ে পৌরশহরে মাইকিং করে এই অব্যাহতির খবরটি প্রচার করা হয়। উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদকের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেছেন, ডাঃ ক্যাপ্টেন (অবঃ) মজিবুর রহমান ফকির এমপি’র সাম্প্রতিক কর্মকান্ডে গৌরীপুর তথা সারা বাংলাদেশের আওয়ামী লীগের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছিল। তিনি বলেন বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডা. হেলাল উদ্দিনের সভাপতিত্বে এক জরম্নরি সভা অনুষ্ঠিত হয়। সভায় কার্যকরী কমিটির ৬৭ জন সদস্যের মাঝে ৪২ জন সদস্যদের সম্মতি ও স্বাক্ষরে সাম্প্রতিক কালে দলে অসাংগঠনিক,অশালীন কর্মকান্ড চালানোর কারনে সভাপতির পদ থেকে সাবেক স্বাস্থ্য প্রতি মন্ত্রী ডাঃ ক্যাপ্টেন (অব) মজিবুর রহমান ফকির এমপিকে অব্যাহতি দেওয়া হয়। পরে দলের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সিনিয়র সহসভাপতি ডা. হেলাল উদ্দিনকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন