রবিবার, ২২ জুন, ২০১৪

¬গৌরীপুর প্রেস ক্লাবে মৎস্য চাষ বিষয়ক সাংবাদিকদের প্রশিক্ষণ



কমল সরকার,গৌরীপুর ।।
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে শনিবার গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে ৩টি উপজেলার সাংবাদিকদের ৩ দিনব্যাপী ‘মৎস্য চাষে বিষাক্ত রাসায়নিক দ্রবাদির ব্যবহার ও এর ক্ষতিকর প্রভাব বিষয়ক গণসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা উদ্ভোধনের পর আগামীকাল সোমবার সমাপ্তি হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনিস্টিটিউটের পরিচালক বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ইয়াহিয়া মাহমুদ।   
এ প্রশিক্ষণ কর্মশালায় ঈশ্বরগঞ্জ  উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ  আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কমল সরকার, সহসভাপতি আলী হায়দার রবিন, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রইছ উদ্দিন, আনোয়ার হোসেন শাহীন, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি আবু জাফর তালুকদার, সাংবাদিক তিলক রায় টুলু, পাক্ষিকুবর্ণ বাংলার সম্পাদক আজম জহিরুল ইসলাম, সাংবাদিক সাজ্জাতুল ইসলাম, শেখ বিপ্লব, মশিউর রহমান কাউছার, হুমায়ুন কবির, তৌহিদুল আমিন তুহিন, সেলিম আল রাজ, নূর-ই-আলমসহ প্রিন্ট ও ইলেকট্টনিক্স মিডিয়ার ২০জন প্রতিনিধি অংশ গ্রহন করেন। এতে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনিস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ মশিউর রহমান,বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ সিরাজুম মুনীমসহ বাংলাদেশ মৎস্য গবেষণা ইনিস্টিটিউটের  বিভাগীয় আরো ৪ জন বৈজ্ঞানিক কর্মকর্তা প্রশিক্ষকের দায়িত্ব পালন করে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন